আমরা সম্পর্কের নয়া সেতু (Somporker Noya Setu) নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি জয়া সিকদার এর সাথে মিলিতভাবে কাজ করতে যাচ্ছি। জয়া সিকদার একজন ট্রান্সজেন্ডার অধিকার কর্মী, যার বাংলাদেশের ট্রান্সজেন্ডার কমিউনিটির সাথে ২০ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি সোলজ্বার্গ গ্লোবাল (Salzburg Global) নেটওয়ার্কে জড়িত আছেন।
ইতোমধ্যেই আমরা বুঝতে পারছি যে, এই মহামারী আমাদের সবার, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এই কথা মাথায় রেখে, আমরা যে তহবিল সংগ্রহ করছি তা ৩০ জনের ৩ মাসের বাসা ভাড়া, খাদ্য, স্বাস্থ্যসেবা, এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করতে সহায়তা করবে।
- জনপ্রতি বাসা ভাড়া: ৫000 টাকা /মাস (~ $৫৯)
- জনপ্রতি খাবার খরচ: ৫000 টাকা /মাস (~ $৫৯)
- জনপ্রতি স্বাস্থ্যসেবা এবং অন্যান্য: ২০০০ টাকা/মো ((~$৫৯)
ঢাকার হিজড়া কমিউনিটির উপর কোভিড-১৯ এর প্রভাব নিয়ে করা একটি গবেষণায়* দেখা যায় তাদের গড় মাসিক আয় হল $১৪৮.৩৭(ইউএসডি), যার ৩৩% বাড়ি ভাড়াতে খরচ হয়।
সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নসমূহঃ
১। টাকাগুলো কোথায় খরচ করা হবে?
আমরা যে তহবিল সংগ্রহ করছি তা বাংলাদেশ, ঢাকার কমিউনিটি ভিত্তিক সংগঠন সম্পর্কের নয়া সেতু (এস.এন.এস.) কে দান করা হবে, যা ট্রান্সজেন্ডার কমিউনিটি এবং অন্যান্য যৌন – সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে।
২। আপনি কিভাবে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন?
আমরা গোফান্ডমি থেকে সংগ্রহ করা তহবিল জয়া সিকদার এর কাছে হস্তান্তর করব এবং এস.এন.এস. যেসব কমিউনিটির সাথে কাজ করে তিনি তাদের মধ্যে এই তহবিল বিতরণ করবেন। আমাদের দলের অধিকংশ সদস্য বাংলাদেশের এবং তারা এটি নিশ্চিত করবে যে তহবিল কমিউনিটির সদস্যদের কাছে হস্তান্তর হয়েছে।
৩। কেন ট্রান্সজেন্ডার কমিউনিটি?
যখন আমরা অনেকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি , হাত ধুতে পারি,এমনিই ঘরে বসে থাকতে পারি, হিজড়াদের অনেকের কাছেই এগুলো বিলাসিতা। তারা বাংলাদেশের অন্যতম প্রান্তিক জনগোষ্ঠী এবং সামাজিক জড়তা তাদের মৌলিক চাহিদা যেমন খাদ্য, আশ্রয়,এবং স্বাস্থ্যসেবা সীমিত করে। এই কমিউনিটির অনেকেই নবজাতক শিশুদের আশীর্বাদ করে এবং বিয়েতে নেচে** জীবিকা উপার্জন করেন। তারা দোকান মালিকদের কাছ থেকেও দান সংগ্রহ করে এবং অনেকে যৌন-কর্মী।
ব্যাপক পরিসরে দোকান এবং ব্যবসা বন্ধের কারনে ট্রান্সজেন্ডার কমিউনিটির জীবিকা উপার্জনের উপর ব্যাপক প্রভাব পড়ছে । তারা জানে না কোথা থেকে পরবর্তী মাসের বাড়ি ভাড়া আসবে এবং তারা শুধু আর্থিক কারনেই উচ্ছেদ হয় না, অনেক কম বাড়িওয়ালাই তাদের বাড়ি ভাড়া দিতে রাজি হয়। পাখি নামের একজন ট্রান্সজেন্ডার যৌন-কর্মীর সাথে আমাদের কথা হয়। তার ভাষায় “ আমার কাছে খাওয়ার জন্য পর্যাপ্ত টাকা নাই, কিন্তু আমি অনেকদিন না খেয়ে থাকতে পারি। কিন্তু মাথার উপরে কোনো ছাদ ছাড়া কিভাবে আমি টিকে থাকব আমি জানিনা যেখানে বাইরে থাকা মানেই ভাইরাস (বিপদ অর্থে)!
৪। কিভাবে এই টাকা ব্যবহার করা হবে?
এই টাকা ট্রান্সজেন্ডার কমিউনিটির সদস্যদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে সাহায্য করতে ব্যবহার করা হবে।
খরচ বণ্টনঃ
মাস | মানুষ সংখ্যা | ভাড়া (টাকা) | খাদ্য (টাকা) | বিবিধ (টাকা) | মোট
(টাকা) |
মোট
(USD) |
১ | ১ | ৫০০০ | ৫০০০ | ২০০০ | ১২,০০০ | $১৪১.২৩ |
১ | ৩০ | ১৫০,০০০ | ১৫০,০০০ | ৬০,০০০ | ৩৬০,০০০ | $৪,২৩৬.৯৪ |
৩ | ৩০ | ৪৫০,০০০ | ৪৫০,০০০ | ১৮০,০০০ | ১,০৮০,০০০ | $১২,৭১০.৮২ |
৫।আমরা কারা?
আমরা একদল বন্ধু, সহকর্মী, এবং সম-মতাদর্শের লোক যারা একটি লক্ষ্যে কাজ করছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে–আমরা এই মহামারীর সময়ে বিপর্যস্ত সম্প্রদায়ের পাশে দাড়াতে চাই, তাদের জন্য কিছু করতে চাই। জয়া সিকদারের মত স্বনামধন্য ট্রান্সজেন্ডার অধিকার কর্মী এর সাথে তহবিল সংগ্রহ করছি যেন বাংলাদেশের ট্রান্সজেন্ডার কমিউনিটিকে সহায়তা প্রদান করতে পারি।
৬। সম্পর্কের নয়া সেতু, জয়া সিকদার এবং দক্ষিণ এশিয়ার ট্রান্সজেন্ডার কমিউনিটি সম্পর্কে আরও জানতেঃ
- About Somporker Noya Setu
- Share Net Bangladesh
- Reclaiminig Spaces; The Daily Star
- Pride and Persecution; The Telegraph
- Atlas of Humanity (Photo Series).
References
*গবেষনাটি ৫১ জনের উপর জরিপ করে ওয়েবঅ্যাবল ডিজিটালের মাধ্যমে পরিচালিত হয়েছে উত্তরদাতাদের গড় বয়সঃ ৩৩ জরিপের ৬০% তাদের জীবিকা নির্বাহের জন্য অনুদান সংগ্রহ করে। ২০% যৌন কাজে লিপ্ত ১৪% অন্যান্য কাজে নিয়োজিত ** নবজাতককে আশীর্বাদ করা মঙ্গলজনক মনে করা হয় অথবা ট্রান্সজেন্ডার কমিউনিটির সদস্য থাকা যারা আপনার ব্যবসা, বিবাহ ইত্যাদিতে আশীর্বাদ দিবে। https://www.bbc.co.uk/programmes/p063d4py
Shehzad Aaqib
Nafisa Hossain
Pracheta Alam
Mahjabeen Hai
Mehraan Baktyer
Nusrat T
Hossain Ahmed
Mehraan Baktyer
Alavi Mirza
Emran Khan
Other Causes
Cholo Shobai has built a platform that enables nonprofits, organizations, entrepreneurs and businesses receive financial support from anyone.