একজন বাংলাদেশ

কল করলেই ২৪ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে খাবার

 

আসসালামুআলাইকুম,

আমি নাফিসা আনজুম খান,একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ব্র‍্যান্ড স্পেশালিষ্ট হিসেবে কাজ করছি।এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঢাকার মোহাম্মদপুর আদাবর এবং কাম্রাংগীরচরে আমার একটি স্কুল আছে।যার নাম ‘ইস্কুল’।২৩০০+ বাচ্চাদের নিয়ে আমার এই কার্যক্রম চলছে প্রায় বছর খানেক।

হঠাৎ করেই দেশে করোনা ভাইরাস কভিড-১৯ হানা দেয়ার ভাবলাম এখন দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের যা আছে যতটুকু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়তে হবে।তবে মানুষের জন্য কিছু করার সুযোগ আমি কখনোই হাত ছাড়া করি না।সর্বত্র সর্বোচ্চ করার চেষ্টা করি।তাই গত ২৭শে মার্চ ২০২০ থেকে আমি,আমার পরিবার এবং কিছু কাছের মানুষ(সহকর্মী+বন্ধু)মিলে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে নিম্ন-মধ্যবিত্ত পরিবারদের মাঝে খাবার বিতরণ শুরু করলাম।

খাবার সহায়তা প্রদান করতে গিয়ে দেখেছি অনেক নিম্নবিত্ত পরিবারেরাই বারবার সাহায্য পাচ্ছেন।আর এমন অনেক পরিবার আছেন যারা পাচ্ছেন ই না অথবা লজ্জায় বলতেও পারছেন না।তাই আমি আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক একাউন্ট এবং সরাসরি কিছু কাছের মানুষদের তথ্য সহায়তায় তালিকা করে উপযুক্ত পরিবারগুলোর কাছে খাবার পৌঁছে দিচ্ছি যাদের সত্যিকার অর্থে এই মূহুর্তে খাবার সহায়তা প্রয়োজন।

দেশের অবস্থা যদি বর্তমান অবস্থার থেকে খারাপ অবস্থায় যায় তবে অনেক নিম্ন-মধ্যবিত্ত পরিবার হয়তো অনাহারে দিন পার করবে।অনেক শিশু হয়তো ক্ষুধায় চিৎকার করে কাঁদবে।

আমি এই মূহুর্তে একটি সেবা সার্ভিস চালু করতে চাচ্ছি যেখানে ঢাকা শহরের যে কোন প্রান্ত থেকে কল করলে ২৪ ঘন্টার মধ্যে তার কাছে অথবা সেই পরিবারের কাছে বিনামূল্যে পৌঁছে যাবে খাবার।

আমার নিজের একটি সিএনজি অটোরিক্সা আছে যার মাধ্যমে আমি এই কার্যক্রমটি পরিচালনা করতে চাই।

যেহেতু আমি এবং আবার পরিবারও একটি মধ্যবিত্ত পরিবারে অবস্থান করি সুতরাং আমাদের একার পক্ষে এই মূহুর্তে এই সেবা কার্যক্রমটি চালু করা সম্ভব হয়ে উঠছে না।

সকলের সহযোগিতায় এই ভিন্নধর্মী খাবার সেবা কার্যক্রমটি পরিচালনা করা সম্ভব।আমি চাই নিজ নিজ এলাকা থেকে সবাই এগিয়ে আসুন আমাকে তথ্য সহায়তা দিন,যার যতটুকু সম্ভব ঘরে বসেই অংশগ্রহণ করুন।

দেশের এই দুর্যোগে আমাদের একসাথে কাজ করতে হবে।না হয় নিজের জন্যই কাউকে পাশে পাওয়া যাবে না সামনের কয়েকটা দিন পরেই।ঘরে টাকা থাকবে হয়তো খাবার থাকবে না।

আমার পরিচালিত খাবার সেবা কার্যক্রম বিস্তারিত আমি সবসময়ই আমার ফেসবুক প্রোফাইলে জানিয়ে দিয়ে থাকি।

নিচে আমার ফেসবুক প্রোফাইল লিংক এবং যোগাযোগ বিস্তারিত শেয়ার করছি।

#ঘরে থাকুন
#সুস্থ থাকুন

ধন্যবাদ
নাফিসা আনজুম খান
একজন বাংলাদেশ
ফোন নম্বরঃ০১৭১১০৮৫০৬৪
ই-মেইলঃnafisaanjumk@gmail.com
ফেসবুক প্রোফাইল লিংকঃhttps://www.facebook.com/profile.php?id=100043735778761

  • Anonymous

  • Anonymous

  • Anonymous

  • Anonymous

  • Anonymous

  • Anonymous

  • Anonymous

  • Anonymous

  • Anonymous

  • Anonymous

%
Funds Raised
  • ৳ 15,003.00Pledged
  • ৳ 500,000.00Goal
  • 10Contributors
৳ 

Donate ৳ 2,000.00 or more

এক পরিবারের এক মাসের খাবার

Other Causes

Cholo Shobai has built a platform that enables nonprofits, organizations, entrepreneurs and businesses receive financial support from anyone.